চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে একটি আলোকিত সমাজ গঠনে আমাদের এই কলেজ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। এই চ্যালেঞ্জিং সময়ে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞান নয়, বরং মানবিক গুণাবলী সম্পন্ন এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য হয়ে উঠবে।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গভর্নিং বডি - সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। আমাদের এই ওয়েবসাইটে আপনারা কলেজের কার্যক্রম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন।
আমি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সবাইকে আমাদের এই অগ্রযাত্রায় পাশে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
শুভেচ্ছান্তে,
খন্দকার নূরুল হক
সভাপতি, গভর্নিং বডি
চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ