দেশের প্রতিটি অঞ্চল থেকে আগত শিক্ষার্থীর পদচারণায় মুখরিত চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের ক্যাম্পাস। এখানে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সহশিক্ষার সাফল্য নিশ্চিত করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তীতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং সামরিক বাহিনীসহ বিভিন্ন কর্মক্ষেত্রে তারা ছড়িয়ে পড়ছে। অত্র কলেজের শিক্ষার্থী বহির্বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে। এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন গবেষণা কার্যে শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে।