Chandmia Molla Degree College

At a Glance (এক নজরে কলেজ )

১. কলেজের মটো : ‘সততাই সকল কর্মকান্ডের একমাত্র চালিকা শক্তি’ – প্রফেসর শামসুল হক মোল্লা ।

শিক্ষার জন্য এসো সেবার জন্য বেড়িয়ে যাও।


২. কলেজের থিম সং :


৩. প্রতিষ্ঠাকাল : 1995 খ্রি.


৪. পরিচালনা ও অর্থায়ন : গভর্ণিং বডি ও কলেজের নিজস্ব আয়


৫. অধ্যক্ষ : জনাব মো. আব্দুল মজিদ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)


৬. শ্রেণি ও শিক্ষার স্তরসমূহ : উচ্চমাধ্যমিক ও স্নাতক (পাস) শ্রেণি


৭. শিক্ষার মাধ্যম : বাংলা ভার্সন


৮. ছাত্র-ছাত্রীর সংখ্যা : মোট শিক্ষার্থী = 759 জন (বিস্তারিত ছক সংযুক্ত)


৯. শিক্ষক-শিক্ষিকা :

(ক) উচ্চমাধ্যমিক স্তর - 21 জন (পুরুষ-16, মহিলা-5)

(খ) ডিগ্রি স্তর - 8 জন (পুরুষ-৬, মহিলা-২)


১০. ভবনসমূহ :


১১. শিক্ষা ক্ষেত্রে সাফল্য :


১২. সহশিক্ষা কার্যক্রম :


১৩. বিএনসিসি কার্যক্রম : চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের বিএনসিসি প্লাটুন নানারকম শৃঙ্খলা ও সমাজ গঠনমূলক কার্যক্রম পরিচালনা করছে। 


১৪. রেঞ্জার এবং রোভার স্কাউট : চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের রোভার স্কাউট দল নানাবিধ সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে।


১৫. বিভিন্ন জাতীয় দিবস ও ঋতুভিত্তিক উৎসব উদযাপন :

চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ যথাযথ মর্যাদায় প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস, যেমন : স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস ইত্যাদি পালন করে আসছে। এছাড়া নিয়মিত আরও কিছু পর্ব/দিবস উদযাপন করা হয়- পিঠা উৎসব, বসন্তবরণ, বর্ষবরণ, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ইত্যাদি।


১৬. সামাজিক কার্যক্রম :

স্বেচ্ছায় রক্তদান, পরিচ্ছন্নতা অভিযান, ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া, শীতবস্ত্র বিতরণ, দুর্নীতি প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযান ইত্যাদি কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এছাড়া সামাজিক সচেতনতা বৃদ্ধি, ইফটিজিং প্রতিরোধে উৎসাহিত করা হয়।


১৭. আমাদের বৈশিষ্ট্য :

  1. চ্যালেঞ্জ গ্রহণ 
  2. অসম্ভবকে সম্ভব
  3. অপেক্ষাকৃত কম মেধাবীদের দিয়ে ভালো ফলাফল অর্জন
  4. স্বপ্ন দেখানো এবং তা বাস্তবায়ন
  5. প্রাকৃতিক মনোরম পরিবেশে বিজ্ঞান সম্মত শ্রেণিককক্ষে মাল্টিমিডিয়া ও ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে পাঠদান করা হয়। 
  6. অভিজ্ঞ ও দক্ষ একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক দ্বারা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পচিালিত হয়।  
  7. প্রতিটি বিষয়ে রয়েছে একাধিক অভিজ্ঞ শিক্ষক।
  8. সর্বাধুনিক ও সুসজ্জিত ICT ল্যাব।
  9. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ইংরেজি ও ICT বিষয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে।  
  10. জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যায়ন এবং শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
  11. শিক্ষার্থীদের মেধা মনন বিকাশের লক্ষ্যে নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।   
  12. নিয়মিত গাইড শিক্ষক দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমসহ সার্বিক বিষয়সমূহ মনিটরিং করা হয়।


দেশের প্রতিটি অঞ্চল থেকে আগত শিক্ষার্থীর পদচারণায় মুখরিত চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজের ক্যাম্পাস। এখানে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সহশিক্ষার সাফল্য নিশ্চিত করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তীতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং সামরিক বাহিনীসহ বিভিন্ন কর্মক্ষেত্রে তারা ছড়িয়ে পড়ছে। অত্র কলেজের শিক্ষার্থী বহির্বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে। এছাড়াও দেশে বিদেশে বিভিন্ন গবেষণা কার্যে শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখছে।