Chandmia Molla Degree College

About College (কলেজ সম্পর্কে )

ইতিহাস :

চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলীরচর গ্রামে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজটি ১৯৯৫ খ্রি.-এ প্রখ্যাত শিক্ষাবিদ, জ্ঞানতাপস, সমাজ সংস্কারক প্রফেসর শামসুল হক মোল্লা প্রতিষ্ঠিত করেন। সে সময় কলেজটি প্রতিষ্ঠাতা মহোদয়ের বাড়িতে অবস্থিতি ছিল। ১৯৯৬ সালে কলেজটিকে বর্তমান ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়, যার আয়তন ৩.০৪ একর।


প্রতিষ্ঠার সময় কলেজটিতে শুধুমাত্র উচ্চমাধ্যমিক শ্রেণিতে ক্লাস নেয়া হত, তবে বর্তমানে এখানে উচ্চমাধ্যমিক শ্রেণির সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) বি.এ, বি.এস.এস, বি.বি.এস, বি.এসসি কোর্সের শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। ১৯৯৭ খি. সনে স্নাতক (পাস) শ্রেণির পাঠদান শুরু হয়।


মুরাদনগর উপজেলার আলীরচর গ্রামসহ এর আসে পাশের গ্রাম এবং হোমনা ও তিতাস উপজেলার নিকটবর্তী গ্রামের শিক্ষা বঞ্চিত মানুষদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক জনাব শামসুল হক মোল্লা তাঁর পিতার নামে চাঁদমিয়া মোল্লা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত করেন। পরবর্তিতে তিনি মানুষের জন্য শিক্ষাকে সহজলভ্য করার লক্ষ্যে তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়, আফরোজা হক কিন্ডার গার্টেন, তায়মোস-অফুলা ইবতেদায়ী মাদ্রাসাসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে তাঁরই সুযোগ্য কন্যা জনাব সানজিদ হক দায়িত্ব পালন করে আসছেন।


প্রতিষ্ঠার পর থেকেই কলেজটি উল্লিখিত এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে শিক্ষার আলোয় আলোকিত করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালে আলীরচর গ্রামকে নিরক্ষরতামুক্ত এবং একটি আদর্শ গ্রামে পরিণত করা হয়। পরবর্তীতে কলেজটি উত্তরোত্তর শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফলের উন্নতি ঘটিয়েছে। যার ফল স্বরূপ পাশের হার শতভাগে উন্নীত হয়েছে এবং ২০২২ খ্রি. সনে বিজ্ঞান বিভাগ থেকে শতভাগ জিপিএ ৫+ প্রাপ্ত হয়েছে।


কলেজের বিভাগসমূহ :

স্নাতক (পাস)                   :         বি.এ, বি.বি.এস, বি.এস.এস, বি.এসসি কোর্স


উচ্চমাধ্যমিক                   :         বিজ্ঞান বিজ্ঞান, মানবিক বিভাগ, ব্যবসায় শিক্ষা বিভাগ


গ্রন্থাগার                          :         কলেজটিতে রয়েছে নিজস্ব গ্রন্থাগার ও সেমিনার। যেখানে ৬৬৩৫ এর অধিক বই সংগ্রহে রয়েছে। 


শিক্ষক আবাসন              :         শিক্ষকদের জন্য একটি আবাসিক হল আছে


ছাত্রাবাস                         :         শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস রয়েছে। যেখানে ৫ টি কক্ষে ২০ টি সিট রয়েছে।

 

তথ্যসূত্র :

জনাব আব্দুল মজিদ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ)


জনাব এনাম আহমদ খান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ


জনাব মাহমুদুল হাছান, সহকারী অধ্যাপক, রসায়ন বিদ্যা বিভাগ


জনাব সাইফুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ


জনাব মো. জিয়াউল করিম ভূঞা, প্রভাষক, হিসাববিজ্ঞান বিভাগ


জনাব মো. শাখাওয়াত হোসেন, প্রভাষক, রসায়ন বিদ্যা বিভাগ